বিগ ব্যাশেও নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নাররা

ছবি:

আসন্ন বিগ ব্যাশের মৌসুমেও অংশ নিতে পারবেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওপেনার ডেভিড ওয়ার্নার। বিগ ব্যাশ লীগের প্রধান নির্বাহী কিম ম্যাককনি এমনটাই নিশ্চিত করেছেন।
চলতি বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন এই দুই ক্রিকেটার। যেকারণে আইপিএলেও অংশ নিতে পারেননি তারা।
তবে নিষিদ্ধ হলেও কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লীগে সম্প্রতি মাঠে নেমেছিলেন তারা। ধারনা করা হচ্ছিল আসন্ন বিগ ব্যাশের মৌসুমে সুযোগ পেতে পারেন এই দুই অজি ক্রিকেটার।

কিন্তু শেষ পর্যন্ত তাদের বিগ ব্যাশে আর অংশ নেয়া হচ্ছেনা। বিগ ব্যাশের প্রধান নির্বাহী কিম ম্যাককনি জানিয়েছেন, শাস্তি বহাল থাকায় তাদেরকে বিগ ব্যাশে অংশ নিতে দেয়া হবেনা। তিনি বলেন,
'তারা দুজনই ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি মেনে নিয়েছে যা তারা খুব ভালো করেছে। আর বিগ ব্যাশের আসন্ন মৌসুমে অংশ নিচ্ছেনা। আর যারা ক্রিকেট খেলে তারা বিগ ব্যাশ নিয়ে সব জায়গায় কথা বলে এবং টুর্নামেন্টটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করে।
কিন্তু কোন ক্রিকেটারকেই তাদের ভুলের জন্য ছাড় দেয়া হবেনা। তাই বিগ ব্যাশের মৌসুমে তাদেরকে আমরা খেলতে দিচ্ছিনা।'