promotional_ad

ওয়ার্নেই অনুপ্রেরণা খুঁজেছেন ফাহিমা

promotional_ad

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। ব্যাটে-বলে দলগত পারফর্মেন্সের নৈপুণ্যে এমন সাফল্য এসেছে মেয়েদের ক্রিকেটে। আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ভালো অবস্থানে আছে বাংলাদেশের মেয়েরা।


এই তালিকায় আছেন চার বাংলাদেশি বোলার। দশটি উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন রুমানা আহমেদ। একটি হ্যাট্রিকসহ নয় উইকেট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে লেগস্পিনার ফাহিমা খাতুন।


শুধু উইকেটের তালিকায় নয়, বাঘিনীরা ওভার প্রতি চারের কম রান দিয়েছেন এবার। এদের মধ্যে লেগস্পিনার ফাহিমার ইকোনমি রেট ৩.৭৮! এদিকে কয়েকদিন আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল সোমবার সকালে দেশে ফিরেছে।


promotional_ad

দেশে ফিরেই ফাহিমা খাতুন জানিয়েছেন তার মনোভাব। অস্ট্রেলিয়ান কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্নকে দেখেন আইডল হিসেবে-- সাংবাদিকদের সামনে জানিয়েছেন এমনটাও।


'প্রত্যেক ক্রিকেটারের অনুপ্রেরণা পাওয়ার একটা জায়গা থাকে। সেক্ষেত্রে আমারও রয়েছে। আমি শেন ওয়ার্নকে অনেক ফলো করি। অনেক পছন্দরের একজন ক্রিকেটার সে আমার। চেষ্টা করি তাকে অনুসরণ করার।' 


'ছোটবেলায় আমার ভাইয়া আমাকে শেন ওয়ার্নের ভিডিও দেখতে বলেন। তখন ভাইয়ার ল্যাপটপ থেকে ভাইয়া (ভিডিও) নামিয়ে দিত এরপর চেষ্টা করতাম। তারপর ডিভিশনেও লেগ স্পিন ট্রাই করি এরপরই জাতীয় দলে চলে আসি।'

জানিয়েছেন নিজের হ্যাট্রিক প্রসঙ্গেও। 'নারী হিসেবে নয়, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাট্রিক করেছি। অবশ্যই ভালো লাগছে, অনুভুতিতাও অন্যরকম। লক্ষ্য ছিল ভালো করার, তবে আশার থেকেও বেশী পেয়ে গিয়েছি। বাংলাদেশের লেগ স্পিনাররা ভালো করছে।'


উল্লেখ্য, মহিলা ক্রিকেট দলে দুজন মানসম্পন্ন লেগস্পিনার থাকলেও ছেলেদের ক্রিকেটে এখনো সোনার হরিনই হয়ে আছে লেগস্পিনার। এদিক বিবেচনায় নিজেদের ভাগ্যবতী মানছেন প্রমীলা এই ক্রিকেটার।


'আসলে পুরুষদের দলে এই অভাবটা অনেকদিন ধরেই। তাদের দলে কোন লেগ স্পিনার নেই অনেকদিন ধরে। সেই ক্ষেত্রে আমরা অনেক ভাগ্যবান যে আমাদের দুইজন লেগ স্পিনার আছে। দুজনই ভাল পারফর্ম করেছি এবং সাফল্য পেয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball