ফিরেছে চ্যাম্পিয়নরা

ছবি:

এশিয়া কাপের পর এবার বিশ্বকাপ কোয়ালিফাইয়ারের শিরোপা জিতেছে বাংলাদেশের নারীরা। ফাইনালে আয়ারল্যান্ডের নারীদের ২৫ রানে হারায় সালমা-জাহানারারা।
এদিকে সফল মিশন শেষে জানা গিয়েছিল সোমবার দেশে ফিরছেন তারা। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে নেদারল্যান্ডস থেকে দেশের পথে রওনা করে সালমা-রুমানাদের।
আর সোমবার সকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নারী ক্রিকেট দল। দেশে ফিরে কয়েক সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন তারা।

এরপরই তাদের শুরু হবে আসল পরীক্ষার জন্য লড়াই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা সালমাদের।
চলতি বছরের নভেম্বরে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই। যেখানে সরাসরি অংশ নিচ্ছে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল।
আর কোয়ালিফাইয়ার থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।