সর্বোচ্চ প্রচেষ্টার ফসল এই জয়- হোল্ডার

ছবি:

জ্যামাইকা টেস্টে সফরকারী বাংলাদেশকে ১৬৬ রানে হারিয়ে সিরিজে ধবল ধোলাই করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে দারুণ বোলিং পারফর্মেন্সের নজীর রেখেছিলেন উইন্ডিজ পেসাররা।
বিশেষ করে টাইগার ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি ক্যারিবিয়ান অধিনায়ক জ্যাসন হোল্ডার। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তিনি।
আর এরই সাথে ম্যাচটি জয়ের মুখ্য ভূমিকা পালন করেছেন তিনিই। তবে এরপরেও অবশ্য জয়ের কৃতিত্ব নিজে নিতে চান না হোল্ডার।

একটি দল হিসেবে খেলার ফলেই দারুণ এই জয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে বলে বিশ্বাস করেন তিনি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হোল্ডার বলেছেন,
'আমরা একটি দল হিসেবে খেলেছি, প্রত্যেকের কাছেই আমরা সাপোর্ট পেয়েছি। প্রত্যেক ক্রিকেটার সা???ায্য করেছে। আমি সর্বদা তাদের বলেছি শেষ চেষ্টা করে যেতে এবং মাঠে গিয়ে নিজের সর্বোচ্চটা দিতে।'
এক্ষেত্রে দলের বোলিং কোচ কোরি কলিমোরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি ক্যারিবিয়ান দলপতি। পাশাপাশি জানিয়েছেন, সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন তারা। এই জয়ের ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে চান তিনি। হোল্ডার বলেন,
'আমি ক্রিকেটে কঠিন খেলা আশা করি। আমাদের বোলিং কোচ কোরি কলিমোরকে ধন্যবাদ দিতে চাই। এটি আমাদের দ্বিতীয় সিরিজ জয় একটি দল হিসেবে, আমি মনে করি আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি।'