বিদেশের মাটিতে নতুন উচ্চতায় সাকিব

ছবি:

গত কয়েকদিন থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স উপহার দিতে ব্যর্থ হওয়ায় প্রতিনিয়তই সমালোচনার মুখে পড়তে হচ্ছিলো তাঁকে।
সাকিব নিজেও হয়তো সেসকল সমালোচনার জবাব দিতে মুখিয়েই ছিলেন অনেকটা। আর সেই জবাব দেয়ার উপলক্ষ হিসেবে চলমান জ্যামাইকা টেস্টকেই বেঁছে নিলেন তিনি।
উইন্ডিজদের বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে উইকেট শুন্য থাকা সাকিব দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই একে একে তুলে নিয়েছেন স্বাগতিকদের ৬টি উইকেট।

আর টাইগার অধিনায়কের দারুণ স্পেলেই দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৯ রানে গুঁটিয়ে গেছে ক্যারিবিয়ানরা। আর এরই সাথে অনন্য একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন সাকিব।
এখন পর্যন্ত সাকিবের এই বোলিং ফিগারটি বিদেশের মাটিতে যেকোনো বোলারের সেরা বোলিং পারফর্মেন্স। এর আগে এই রেকর্ডটি ছিলো পেসার রবিউল ইসলামের।
২০১৩ সালে হারারেতে ৭১ রানে উইকেট শিকার করেছিলেন তিনি। এবার জ্যামাইকা টেস্টে ৩৩ রানে ৬ উইকেট নিয়ে রবিউলকে ছাড়িয়ে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। তবে সাকিবের কীর্তির পরও টাইগারদের বড় লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে স্বাগতিক উইন্ডিজ।
প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ৩৫৪ রানের জবাবে মাত্র ১৪৯ রানে গুঁটিয়ে গিয়েছিলো বাংলাদেশ বিধায় ২০৫ রানের বিশাল লিড নিয়ে পরবর্তীতে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা। এরপর সাকিবের ঘূর্ণি বোলিংয়ে ১২৯ রানে অলআউট হলেও বাংলাদেশের সামনে লক্ষ্য নির্ধারিত হয়েছে ৩৩৫ রানের।