promotional_ad

বিদেশের মমিনুল বনাম দেশের মমিনুল

promotional_ad

দেশের মাটিতে মমিনুল হকের পারফর্মেন্স আকাশ ছোঁয়া হলেও বিদেশের মাটিতে তার পারফর্মেন্স ঠিক উল্টো। কেন যেন বাইরের মাটিতে নিজেকে মেলে ধরতে পারেননা এই বাঁহাতি ব্যাটসম্যান।


যার প্রমান দেখা গিয়েছে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই। এখন পর্যন্ত তিন ইনিংস মিলিয়ে মাত্র ১ রান করেছেন মমিনুল। পরপর দুই ইনিংসে ফিরেছেন ০ রানে। ক্যারিবিয়ানদের বিপক্ষে এখন পর্যন্ত মোট ৪টি টেস্ট খেলেছেন এই টাইগার ব্যাটসম্যান। ৪ টেস্টই তিনি খেলেছেন তাদের মাটিতে।


যেখানে কোন ফিফটি নেই তার। ব্যাটিং গড় ১৭.৫৭, যা ফুটিয়ে তুলছে তার ব্যর্থতাকে। কিন্তু ঘরের মাঠে এই মমিনুলই আবার ভিন্ন। এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারের ৬টি সেঞ্চুরিই তার দেশের মাটিতে।


promotional_ad

৪৩.৯৭ গড়ে রান করা এই ব্যাটসম্যান দেশের মাটিতে বাকি সবার থেকে সফল। অন্যদিকে শেষ দুই বিদেশ সফরেই ব্যর্থতার প্রমান দিয়েছেন মমিনুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্টে রান করেছেন মাত্র ৯২।


মাত্র একটি ফিফটি রয়েছে, যেখানে সর্বোচ্চ ৭৭। এর মানে বাকি ৩ ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন মাত্র ১৫ রান। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১টি টেস্ট। সেখানে অবশ্য কোন সেঞ্চুরি না পেলেও হাঁকিয়েছিলেন একটি ফিফটি।


কিন্তু তারপরও দেশের মমিনুলকে দেখা যায়নি সেখানে। ঘরের মাঠে ১৭ টেস্টে প্রায় ৬০ গড়ে বাঁহাতি এই ব্যাটসম্যান রান করেছেন প্রায় ১৬০০। কিন্তু বিদেশে ১২ টেস্ট মিলিয়ে ৬০০'র কাছাকাছিও যেতে পারেননি তিনি। আর সেখানে গড় প্রায় ২৬ মাত্র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball