এবার তাইজুলের শিকার ডওরিচ

ছবি:

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তারা ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান করে প্রথম দিন শেষ করে।
শিমরন হেটমেয়ার ৮৪ ও রস্টন চেজ ১৬ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই হেটমেয়ারকে ব্যক্তিগত ৮৬ রানে টাইগার উইকেটরক্ষক নুরুল হাসানের ক্যাচ বানিয়ে আউট করেছেন আবু জায়েদ রাহী।
এরপর ২০ রান করা চেজকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন রাহী। সপ্তম উইকেট জুটিকে বেশি বড় হতে দেননি তাইজুল ইসলাম। তিনি ৬ রান করা ডওরিচকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়েছেন। ১০৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১৮ রান।

এর আগে প্রথম দিনেই দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। তিনি ১১০ রান করে আউট হয়েছেন। তাছাড়া, সাই হোপ ও কিরন পাওয়েল দুজনই ২৯ রান করে সাজঘরে ফিরেছেন। বাংলাদেশী বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই নিয়েছেন ৩ উইকেট। ১টি উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম।।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, ডেভন স্মিথ।