promotional_ad

বিশ্বকাপ জিততে চাই আমরাঃ রুমানা

promotional_ad

বাংলাদেশের ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেট দল। প্রথমে এশিয়া কাপ জয় আর এবার বিশ্বকাপে কোয়ালিফাই করা। যেন স্বপ্নের মত সব পূরণ হচ্ছে তাদের।


দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন টাইগ্রেসরা। যার সুবাদে বৃহস্পতিবার স্কটল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মত টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।


আর এই সাফল্যে দারুন আনন্দিত পুরো ক্রিকেট দল। লেগ স্পিনার রুমানা জানিয়েছেন, এই মুহূর্তটির জন্য তারা অনেকদিন অপেক্ষা করেছেন। দুই বছর পর আবারও বিশ্বকাপ খেলবেন।


promotional_ad

দেশকে ভালো কিছুই দিতে চান তারা। এছাড়াও দলের ব্যাটসম্যান এবং বোলারদেরকে প্রশংসায় ভাসান তিনি। আর তারা আত্মবিশ্বাসী ছিলেন যে তারা জিতবেন। রুমানা বলেন,


'বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, সত্যি আনন্দিত আমরা সঙ্গে উচ্ছ্বসিতও অনেক। মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। দুই বছর পর আবারও বিশ্বকাপে যাচ্ছি, অনেক সময় এটা। ২০১৬ তে খেলেছিলাম এবারও খেলবো। তাই আরও বেশি উচ্ছ্বসিত আমরা।


আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো করেছে। স্কোরবোর্ডে ১২৫ রান যোগ করেছে তারা। যা এই ফরম্যাটের জন্য ভালো রান বলাই যায়। আমাদের বোলিং বিভাগটাও শক্তিশালি। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে জিতবো। '


এদিকে বিশ্বকাপের মঞ্চে ভালো করতে চায় টাইগ্রেসরা। মূল লক্ষ্য কি সেটা নিয়েও মুখ খুলেছেন এই লেগ স্পিনার। জানিয়েছেন বিশ্বকাপ জিতেই ঘরে ফিরতে চান। তিনি আরও বলেন,


'আমাদের প্রথম লক্ষ্য ছিল বিশ্বকাপে কোয়ালিফাই করা। যেহেতু সেটা করেছি তাই এখন আমরা ট্রফি জেতার জন্য খেলবো। বিশ্বকাপ জিততে চাই আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball