দায়িত্বটা স্পিনারদেরকেই নিতে হবেঃ মিরাজ

ছবি:

জ্যামাকা টেস্টে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। পেসার রুবেল হোসেনকে বসিয়ে একজন বাড়তি স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে একাদশে রাখে সাকিব আল হাসানের দল।
যদিও একাদশ দেখে এনেকেই বলেছিলেন উইন্ডিজদের মাটিতে মাত্র ২ পেসার নিয়ে কিভাবে ম্যাচ জেতা সম্ভব? আর স্পিনাররাই বা কি করে দেখাবেন?
কিন্তু প্রথম দিন শেষে স্পিনাররাই রাজ করেছেন উইকেটের উপর। উইকেট থেকে সুবিধা নিতে সক্ষম হয়েছেন তিন স্পিনারই। তবে সবচেয়ে বেশি সফল হয়েছেন মেহেদি হাসান মিরাজ।
উইন্ডিজ তিন ব্যাটসম্যানকে বিদায় করেছেন এই ডানহাতি স্পিনার। আর ৯২ ওভারের খেলায় মাত্র ১৮ ওভার বোলিং করেছেন পেসাররা। তাই ম্যাচের মূল অস্ত্র যে স্পিনাররাই সেটাতে কোন দ্বিধা নেই।

ম্যাচ শেষে মেহেদি হাসান মিরাজ নিজেই জানিয়েছেন দ্বিতীয় দিন তাদের পরিকল্পনার কথা। উইকেট নিতে হলে যে স্পিনারদেরকেই এগিয়ে আসতে হবে সেটাও জানান তিনি। মিরাজের ভাষায়,
'স্পিনাররা সবাই চেষ্টা করেছি টাইট লেন্থে বল করার জন্য। প্রথম সেশনে দুই উইকেট পেয়েছি, আরও ২/১টি উইকেট প্রথম সেশনে পেলে আরও ভাল হত। তারপরও ভালো বোলিং করেছি। দ্বিতীয় দিন আমাদের লক্ষ্য থাকবে দ্রুত তাদেরকে অল আউট করে দেয়া।
সবাই ভাল বোলিং করছে স্পিনার কিংবা পেসার। দুর্ভাগ্যজনত পেসাররা প্রথম দিন বেশি ওভার বোলিং করতে পারেনি। তারপরও উইকেট থেকে স্পিনাররা সুবিধা পেয়েছে। আশা করছি দ্বিতীয় দিন বোলাররা তাদের সর্বাত্মকটা দিয়ে সবকটি উইকেট নেয়ার চেষ্টা করবে। '
এদিকে উইন্ডিজদের দ্রুত অলআউট করে দেয়াই থাকবে টাইগারদের লক্ষ্য। উইকেট থেকে দ্বিতীয় দিনও স্পিনাররা সুবিধা পাবে বলেও জানান তিনি। মিরাজ আরও জানান,
'প্ল্যান একটাই তাদেরকে বেশি রান করতে না দেয়া এবং যত দ্রুত সম্ভব তাদেরকে অলআউট করা। উইকেট থেকে এখনও স্পিনাররা সুবিধা পাচ্ছে, সঠিক লাইন লেন্থে বোলিং করতে পারলে দ্রুত তাদের অলআউট করে দেয়া সম্ভব। '