শ্রীলংকার বিপক্ষে প্রাপ্তির খাতায় আছেন যারা

ছবি:

প্রথম দুই ম্যাচ ড্র হলেও শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে হেরে গিয়েছে বাংলাদেশ 'এ' দল। শেষ টেস্টে তাদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
তবে সিরিজ হারলেও এই সিরিজ থেকে প্রাপ্তির অনেক কিছু ছিল বাংলাদেশ দলের জন্য। বিশেষ করে মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমানের সেঞ্চুরি।
কারণ এই সিরিজ দিয়েই উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছিলেন তারা। আর সেঞ্চুরি হাঁকিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছেন তারা।

মোসাদ্দেক খেলেছেন ১৩৫ রানের নজরকাড়া ইনিংস। আর সাব্বির ছিলেন অসাধারণ। তার ব্যাট থেকে আসে ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস। দুজন মিলে দলের হাল ধরে প্রথম ইনিংসে বাংলাদেশকে বড় স্কোর পেতেও সাহায্য করেন।
প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও মাঠে নেমেছিলেন তারা দুজন। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হওয়ার কারণে সেই ম্যাচে আর ব্যাট করা হয়নি এই দুজনের।
ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন তরুন পেসার খালেদ আহমেদ। ঢাকা ডাইনামাইটসের হয়ে বিপিএল মাতানো এই তারকা প্রথম ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট।
তবে পরের দুই ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই পেসার। পরের দুই ম্যাচের চার ইনিংসে নিয়েছেন মাত্র ২ উইকেট। কিন্তু তারপরও এই তিন ক্রিকেটারের পারফর্মেন্স বাংলাদেশের জন্য প্রাপ্তিই বলা যায়।