promotional_ad

অ্যান্টিগা টেস্টের একাদশই থাকছে জ্যামাইকাতে?

promotional_ad

অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই চরম ব্যর্থতার প্রমান দিয়েছিল বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। যার ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের সামর্থ্যের প্রমান দিতে মরিয়া হয়ে আছেন তারা।


তবে তামিম-সাকিবদের মতো অভিজ্ঞরা উইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। তার সাহসী ইনিংসেই উইন্ডিজদের বিপক্ষে হারের ব্যবধান কমাতে সক্ষম হয় বাংলাদেশ। 


শ্যানন গ্যাব্রিয়েল-কিমার রোচদের বিপক্ষে ছোট টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস উপহার দিয়েছিলেন সোহান। যেকারণে দ্বিতীয় টেস্টেও নীচের দিকে রান পাওয়ার জন্য তার ব্যাটের দিকেই চেয়ে থাকবে সাকিবরা।


অন্যদিকে ওপেনার তামিম ইকবাল প্রথম টেস্টে স্পর্শ করেছিলেন ক্যারিয়ারে ৪০০০ হাজার রানের মাইলফলক। তবে দুই ইনিংসে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। তার সঙ্গী লিটন কুমার দাসও উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফিরেছেন।



promotional_ad

তিন নম্বরে বাংলাদেশ দলের সবচেয়ে ভরসাবান ক্রিকেটার মমিনুল হককে তো চেনাই যায়নি প্রথম টেস্টে। তাই এই তিনজনের অন্তত একজনকে তো জ্যামাইকা টেস্টে দাঁড়াতেই হবে। না হলে বড় স্কোর পাওয়াটা কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য।


অন্যদিকে সাকিব, মুশফিক এবং রিয়াদও ছিলেন ছন্নছাড়া। তিন অভিজ্ঞ ব্যাটসম্যান মিডেল অর্ডারে হাল না ধরতে পারলে আবারও বিপর্যয়ে পরতে হতে পারে বাংলাদেশকে। তাই অভিজ্ঞদের কঠিন পরীক্ষা দিতে হবে দ্বিতীয় টেস্টে।


আর বোলারদেরকেও তাদের কাজটা ভালোভাবে পালন করতে হবে। শফিউল ইসলাম ইনজুরিতে থাকায় বোলিং লাইন আপে কোন পরিবর্তন আসছে না সেটা অনেকখানি নিশ্চিত। 


আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বিকেই নিয়েই একাদশ সাজানো হবে যতদূর শোনা গিয়েছে। আর সঙ্গে স্পিনার হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ। 



মূলত ইঙ্গিত মিলেছে আবারও তিন কিপার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম টেস্টের একাদশেই আস্থা রাখতে চাইছেন হেড কোচ স্টিভ রোডস। এখন দেখার বিষয় জ্যামাইকাতে কিভাবে ঘুরে দাঁড়ায়।


দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশঃ- তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball