মহাতারকাদের হুমকি সাকিব

ছবি:

এশিয়া উপমহাদেশের কন্ডিশন বরাবরই স্পিনারদের জন্য বেশি সহায়ক। তাই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনাররা বেশীরভাগই উপমহাদেশের।
ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও উপমহাদেশের। তিনি আর কেউ নন শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ক্যারিয়ারে মোট ৫৩৪ উইকেট নেয়া এই স্পিনারকে এখন পর্যন্ত কেউ পেছনে ফেলতে পারেননি।
স্পিনারদের মধ্যে এই তালিকায় দ্বিতীয়তে আছেন পাকিস্তানি স্পিন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার উইকেট সংখ্যা ৩৯৫ টি। তালিকায় তিন নম্বরে আছেন ভারতীয় তারকা অনিল কুম্বলে।
৩৩৭ টি উইকেট নিয়ে সেরা তিনে অবস্থান ভারতীয় এই লেগস্পিনারের। তালিকায় চার নম্বরে আছেন কিউই কিংবদন্তী স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। তার উইকেট সংখ্যা ৩০৫ টি। ২৯৫ টি ওয়ানডে উইকেট নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে আছেন সাবেক অস্ট্রেলিয়ান লেগস্পনার শেন ওয়ার্ন।

আর ওয়ানডে ফরম্যাটে উপহাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারের এই তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই স্পিন বোলার সাকিব আল হাসান এবং আব্দুর রাজ্জাক (অষ্টম এবং নবম)।
দুই জনের উইকেট সংখ্যা যথাক্রমে ২৩৫ এবং ২০৭ টি। তবে আব্দুর রাজ্জাক এরই মাঝে ওয়ানডে দলে ব্রাত্য হলেও সাকিব আগামী অন্তত পাঁচ বছর ওয়ানডে ক্রিকেট খেলবেন এমনটা বলাই যায়।
সেক্ষেত্রে সাকিবের নিকটে থাকা হরভাজন সিং (২৬৯) এবং সাক্লাইন মুশতাককে (২৮৮) যে সাকিব ছাড়িয়ে যাবেন এমনটা বলাই যায়। এমনকি ক্যারিয়ারের শেষদিকে সেরা তিনেও জায়গা করে নেওয়ার সুযোগ আছে সাকিবের সামনে।