promotional_ad

দায়িত্ব ছাড়লেন গ্যারি কারস্টেন

promotional_ad

হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে আর কাজ করবেন না দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবং ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন। বুধবার তার দলের সঙ্গে আর কাজ না করার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। 


কেন তিনি দায়িত্ব ছাড়লেন সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানান নি। তবে যতটুক জানা গিয়েছে, পারিবারিক কারণ দেখিয়েই পদত্যাক করেছেন তিনি।


গেল বছর দলটির দায়িত্ব নেন তিনি। তার অধীনে ফাইনালেও গিয়েছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় তাদের।


কারস্টেন দায়িত্ব ছাড়ায় নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে হ্যারিকেন্স কর্তৃপক্ষ। আর খুব সম্ভবত দলটির দায়িত্ব নিতে পারেন সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাডাম গ্রিফিট।



promotional_ad

যিনি অস্ট্রেলিয়া দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন এক সময়। ২০১৭-২৮ মৌসুমে তাসমেনার হেড কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 


পাশাপাশি ৪০ বছর বয়সী গ্রিফিট ইংলিশ কাউন্টিতে লিচেস্টাশ্যায়ারের সঙ্গেও কাজ করেছেন। আর গেল বছর কারস্টেনের সঙ্গে দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রিফিট। 


এদিকে দায়িত্ব ছাড়ার পর কারস্টেন এক বিবৃতিতে তার দায়িত্ব ছাড়ার কারণ জানিয়ে কথা বলেছেন। সেখানে তিনি পারিবারিক কারণে দায়িত্ব ছেড়েছেন বলে জানান। তিনি বলেন,  


'সিদ্ধান্তটা কঠিন ছিল। কিন্তু আমাকে নিতেই হতো। পরিবারের কথা ভেবে এবং কিছু ব্যক্তিগত কারণে আমাকে দায়িত্ব ছাড়তে হচ্ছে। হ্যারিকেন্সের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি গেল মৌসুমে।' 



দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার কয়েকদিন আগেই বাংলাদেশে এসেছিলেন টাইগারদের কোচ ইস্যুর সমাধান দিতেই। তার পরামর্শ মেনেই স্টিভ রোডসকে দায়িত্ব তুলে দেয় বিসিবি। এমনকি ভবিষ্যতেও বাংলাদেশের পরামর্শ দিতে কাজ করবেন কারস্টেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball