বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ কে?

ছবি:

নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারছেনা বাংলাদেশ দল। যেকারণে বিশ্বকাপে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হচ্ছে তাদের।
আর নেদারল্যান্ডে অনুষ্ঠিত এই বাছাইপর্বে দারুণ খেলছে সালমা-জাহানারারা। এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচের তিনটিতেই দাপটের সাথে জিতেছে তারা। এই তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে সদ্য এশিয়া কাপ জিতে আসা দলটির।

নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশের নারীরা। পরের ম্যাচে এসে স্বাগতিক নেদারল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি টাইগ্রেসরা। সেই ম্যাচে তাদের মাত্র ৪২ রানে আটকে দেয় বাংলাদেশ দল।
জবাবে ৭ উইকেটের জয় তুলে নিয়ে সেই ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করে সালমারা। এরপরে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয়ে তাদের আট উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দল।
এই ম্যাচে জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। এরপর সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে লড়বেন তারা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ১২ই জুলাই সেমিফাইনালে লড়বে স্কটল্যান্ড। এই আসরের আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আছে বাঘিনীদের।