promotional_ad

ফের ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার

promotional_ad

শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে আজ তৃতীয় অলিখিত টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ 'এ' দল। চারদিনের এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মিথুন।


তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। মাত্র ৯ রান করে শ্রীলঙ্কার উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হতে হয়েছে ওপেনার সাদমান ইসলামকে।


সাদমানের পর সৌম্য সরকারের সাথে ক্রিজে যোগ দেন মিজানুর রহমান। কিন্তু মিজানুরকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি তিনি। খানিকপর মিলিন্দা পুষ্পকুমারার বলে বোল্ড হ??ে বিদায় নেন সৌম্যও।


তার ব্যাট থেকে আসে ১৪ রান। এরপরের ওভারেই সাজঘরে ফেরেন মিজানও। তিনিও বিদায় নেন ১৪ রান করে। ৩৭ রানে ৩ উইকেট হারানোর পর জাকির এবং সাইফের ব্যাটে লাঞ্চে যায় টাইগাররা।


লাঞ্চের পর ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন এই দুজন। কিন্তু দলীয় ৭২ রানে শিহান জয়সুরিয়ার দ্বিতীয় শিকার হয়ে মাত্র ৭ রানে বিদায় নেন সাইফ। তাই বিদায়ে জাকিরকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন অধিনায়ক মিথুন।  



promotional_ad

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ 'এ' দলের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৭২ রান (২৮ ওভার)।  জাকির ২৮ এবং মিথুন ০ রান নিয়ে ব্যাট করছেন। 


উল্লেখ্য লঙ্কানদের বিপক্ষে ​​​​​​গত দুই ম্যাচে অধিনায়ক হিসেবে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার অধীনে সেই দুই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিলো টাইগাররা।


তবে আজ সৈকত খেলছেন না বিধায় মিথুনের ঘাড়ে অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে। এদিকে এই ম্যাচে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।


তবে জায়গা হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। অপরদিকে তুষার ইমরানের পরিবর্তে একাদশে এসেছেন সাইফ হাসান। এছাড়াও দলে এসেছেন আরেক স্পিনার সানজামুল ইসলাম।


বাংলাদেশ ‘এ’ দলের একাদশ:



সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান, সাইফ হাসান, জাকির হোসাইন, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা ‘এ’ দলের একাদশ:


লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), শিহান জয়সুরিয়া, সাদিরা সামারাবিক্রমা, আসান শাম্মু, চারিথ আসালাঙ্কা, মনোজ শরৎচন্দ্র (উইকেটরক্ষক), প্রভাত জয়সুরিয়া, শিহান মাদুশাঙ্কা, মালিন্দা পুষ্পকুমারা, আসান প্রিয়ঞ্জন ও বিশ্ব ফার্নান্ডো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball