এই বাংলাদেশে অবাক টনি গ্রে

ছবি:

সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার টনি গ্রে ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলারদের আগ্রাসী বোলিংয়ে বেশ উচ্ছ্বসিত। টনি গ্রে আশির দশকে কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ৫টি টেস্ট ও ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগে খেলে আসা এই সাবেক ক্রিকেটার বর্তমান উইন্ডিজ পেসারদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে গতি ও কন্ডিশনের সুবিধা নিয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে রোচ-গ্যাব্রিয়েলরা।
'আমি মনে করি ফাস্ট বোলাররা তাদের কাজটা ঠিক মত করছে। তারা আগ্রাসী মনোভাবের সাথে বোলিং করেছে। আর এটাই তাদের ধারাবাহিকতার সাথে করে যেতে হবে।,' বলেছেন টনি গ্রে।

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশের বিপক্ষেও দারুন বোলিং করে আসছেন উইন্ডিজ পেসাররা। বিশেষ করে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ও ২১৯ রানের বিশাল জয়ে কারিগর দুই ফ্রন্ট লাইন পেসার রোচ ও গ্যাব্রিয়েল। তার ভাষায়,
'উইকেট থেকে যখন বোলাররা সাহায্য জন্য বাড়তি সুবিধা এনে দেয়। বিশেষ করে প্রতিপক্ষ যখন ফাস্ট বোলিং পছন্দ করে না তখন বেশি কার্যকরী হয়। আমরা এখন আক্রমনাত্মক ক্রিকেটের বার্তা দিচ্ছি। যা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের টেকনিকের সমস্যা ফুটিয়ে তোলে। এটা ধারাবাহিকভাবে পরিকল্পনা মেনে বোলিং করার সুফল।'
বাংলাদেশ দলের বিপক্ষে উইন্ডিজ পেসারদের পারফর্মেন্সের প্রশংসা করলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের সহজ আত্মসমর্পণ অবাক হয়েছেন টনি গ্রে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের কাছ থেকে লড়াই দেখতে চেয়েছিলেন তিনি।