দ্বিতীয় টেস্টেও একই একাদশ?

ছবি:

অ্যান্টিগা টেস্টে স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে ইনিংস এবং ২১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয় টাইগাররা।
দ্বিতীয় ইনিংসেও অবশ্য অল্প রানেই অলআউট হয়ে যেতে পারতো সাকিব আল হাসানের দল। শেষ পর্যন্ত শ্যানন গ্যাব্রিয়েল এবং জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে ২১৯ রান দূরে থেকে ম্যাচ শেষ করতে হয় সাকিব-তামিমদের।
তবে দল হারলেও এদিন বাংলাদেশের পক্ষে একাই লড়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। মূলত তার কারনেই দলীয় ১০০ রানের পুঁজি পার করতে সক্ষম হয় সফরকারীরা। শেষ পর্যন্ত সোহান বিদায় নিয়েছেন ৬৩ রান করে।

অথচ এই ম্যাচে খেলার কথাই ছিল না সোহানের। খারাপ পারফর্মেন্স করলে পরের টেস্টে নিশ্চিত বাদ পরতেন, কিন্তু ভালো করায় সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে তাকে দেখা যাবে, একরকম বলাই যায়।
এছাড়া তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের মতো পরীক্ষিতরা যে দ্বিতীয় টেস্টেও খেলবেন, এটাও একরকম বলে দেওয়া যায়। প্রথম ইনিংসে টাইগাররা ৪৩ রানে অলআউট হলেও সেই ম্যাচে ২৫ রানের ইনিংস খেলেছিলেন লিটন।
তাই ওপেনার হিসেবে লিটনই হয়তো থাকছেন, যদিও এখনো একাদশ নিয়ে কোনো মন্তব্য আসেনি দলের পক্ষ থেকে। এছাড়া মেহেদী মিরাজ, আবু জায়েদ রাহীরা দেরিতে হলেও দলকে সাফল্য এনে দিয়েছেন। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশঃ- তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।