ইংলিশদের নতুন অস্ত্র মারলিন

ছবি:

লেগ স্পিনারদেরকে সামাল দিতে নতুন এক অভিনব প্রক্রিয়া নিয়ে এসেছে ইংলিশরা। তারদের এই প্রক্রিয়াটি অবশ্য একটি বল মেসিন।
তবে সাধারণত বল মেসিন দিয়ে এতোদিন পেস বোলিংয়ের বিপক্ষে অনুশীলন করতেন ব্যাটসম্যানরা। এবার ব্যাটসম্যানদের সুবিধার জন্য লেগ স্পিনারদের সামাল দিতে তৈরি করা হয়েছে এই মেসিন।
যার নাম দেয়া হয়েছে মারলিন। শোনা যাচ্ছে এই বোলিং মেশিনে ব্যাট করা নাকি নরমাল স্পিন থেকেও কঠিন। নরমাল স্পিনে স্পিনারের গ্রিপ থেকে কিছুটা হলেও ক্লু পাওয়া যায়।
মারলিন এ ব্যাটিং অনুশীলন করার সময় হ্যান্ড স্পিড, গ্রিপ কিছুই আঁচ করা যায় না। শুধু বাতাসে থাকা অবস্থায় বলের রোটেশন থেকেই বুঝতে হবে বল কোন দিকে স্পিন করবে।

মূলত ইন্ডিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখেই এই মেসিন নিয়ে এসেছে ইংলিশরা। কারণ ভারতীয় দলের দুই লেগ স্পিনার কুলদিপ জাদভ এবং যুবেন্দ্র চহল বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার।
চলতি সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদিপ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে তাকে কোন উইকেটই ছুঁড়ে দেননি ইংলিশ ব্যাটসম্যানরা। যেকারণে ধারনা করা হচ্ছে এই মেসিনের সহায়তাতেই ইংলিশরা ঘুরে দাঁড়িয়েছে।
এদিকে টি-টুয়েন্টি সিরিজের পর ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত এবং ইংল্যান্ড। আর দুই সিরিজেই ভারতীয় দলের একাদশে থাকবেন কুলদিপ।
এই মেসিনের সাহায্য নিয়ে ইংলিশরা যদি কুলদিপকে পরখ করে ফেলতে পারেন তাহলে সিরিজের ফলাফল ভিন্ন হয়ে যেতে পারে। কারণ বোলারদের মধ্যে লেগ স্পিনার কুলদিপকেই আসন্ন সিরিজের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে ধরছে দুই দল।
অন্যদিকে মারলিনের ব্যবহার নিয়ে কথা বলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জেমস টেইলর। সাবেক এই ডানহাতি ক্রিকেটার মারলিনের ব্যাপারে জানিয়েছেন,
'আমি বিশ্বাস করি ইংল্যান্ড এখন স্পিনের বিপক্ষে খুব ভালো খেলে আগের চেয়ে। আগে স্পিনের বিপক্ষে তারা এতো পরিপক্ব ছিলনা। কিন্তু এই বোলিং মেসিন আসার পর তারা অনেক বেশি পরিপক্ব হয়ে উঠেছে।'