ফকরের দুর্দান্ত ইনিংসে শিরোপা জিতল পাকিস্তান

ছবি:

ফকর জামানের অসাধারণ ব্যাটিং এবং অভিজ্ঞ শোয়েব মালিকের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। এদিন হারারেতে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় সরফরাজ আহমেদের দল।
জয়ের জন্য পাকিস্তানকে ১৮৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে দুই রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ওপেনার শাহেবজাদা ফারহান এবং হুসেইন তালাত দুজনই সাজঘরে ফেরেন ০ রান করে।
এই অবস্থায় দলের হাল ধরেন ওপেনার ফকর জামান। তাকে সঙ্গ দেন অধিনায়ক সরফরাজ আহমেদ। দুজন মিলে ৪৫ রানের জুটি গড়ার পর বিদায় নেন সরফরাজ আহমেদ। তার ব্যাট থেকে আসে ২৮ রান।
তিন উইকেট হারালেও উইকেটে থিতু হয়ে টিকে থাকেন ফকর জামান। এরপর অভিজ্ঞ শোয়েব মালিককে সঙ্গে নিয়ে হাত খুলে খেলতে থাকেন বাঁহাতি এই ওপেনার। মালিক একপ্রান্ত আগলে ধরে খেললেও অজি বোলারদের উপর তান্ডব চালান ফকর।

তুলে নেন ফিফটি। অর্ধশতক হাঁকিয়েও থেমে যাননি এই ওপেনার। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে না পারলেও খুব কাছে নিয়ে সাজঘরে ফেরেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৯১ রান।
এরপর শোয়েব মালিকের অপরাজিত ৪৩ এবং আসিফ আলীর ১৭ রানের উপর ভর করে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৩৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে ডি আর্চি শর্টের ৭৬ রানের উপর ভর করে ৮ উইকেটে ১৮৩ রানের পুঁজি পায় অজিরা। শর্টের পাশাপাশি ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৭ রান।
এই দুই ওপেনার ছাড়া আর কোন অজি ব্যাটসম্যান দলের পক্ষে বড় স্কোর গড়তে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১৯ রান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে।
পাকিস্তানের পক্ষে মোহাম্মাদ আমির ৩৩ রান নিয়ে একাই নেন ৩ উইকেট। এছাড়াও শাদাব খান ৩৮ রান দিয়ে নেন ২টি উইকেট। পাশাপাশি শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী এবং ফাহিম আশরাফ নেন ১টি করে উইকেট।