এইচপি দলে ইংলিশ ট্রেইনার

ছবি:

বিসিবির হাই পারফর্মেন্স দলে যোগ দিয়েছেন ইংলিশ ট্রেইনার রিচার্ড স্টোনিয়ার। চলতি মাসের তিন তারিখ দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে আসেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। তবে তিনি দীর্ঘ মেয়াদের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন নাকি তা এখনো জানা যায়নি।
তিন তারিখে দেশে এসে পরের দিন দলের সঙ্গে যোগ দেন তিনি। পরের দিন পাঁচ তারিখেও এইচপি টিমের ক্রিকেটারদের নিয়ে কাজ করেন এই ইংলিশ ট্রেইনার।

এদিকে মিরপুরে ট্রেইনিং শেষে রবিবার খুলনার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। তার সঙ্গে এইচপি দলের ক্রিকেটাররাও সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
খুলনার উদ্দেশ্যে রওনা দেয়ার সময় নিজের টুইটার থেকে সেখানে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। সেখানে এই ইংলিশম্যান জানান,
'এইচপি দলের সঙ্গে খুলনা যাচ্ছি, দলের সঙ্গে সেখানে গিয়ে কাজ করতে মুখিয়ে আছি। ছেলেরাও খুব উচ্ছ্বসিত, আশা করছি এই নতুন অভিজ্ঞতা সবার কাজে আসবে।'
উল্লেখ্য যে, এইচপি দলের সঙ্গে যোগ দেয়ার আগে পাকিস্তান সুপার লীগে কাজ করেছেন তিনি। সেখানে গেল আসরে মুস্তাফিজের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ করেছেন এই ইংলিশ কোচ।