promotional_ad

নিউগিনিকে নাগালের মধ্যেই রাখল বাংলাদেশের মেয়েরা

promotional_ad

নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলছে বাংলাদেশ নারী দল। আগে ব্যাট করা নিউগিনিকে নিজেদের নাগালের মধ্যেই রেখেছে বাংলাদেশের মেয়েরা।


নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৮৪ রান। এই ম্যাচের শুরুতেই টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন।


বোলিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন টাইগ্রেস বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে উইকেট এনে দেন অধিনায়ক সালমা খাতুন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন জাহানারা, পান্না, রুমানারা।



promotional_ad

নিউগিনির হয়ে কপি জন ১৫, তানিয়া রুমা ২০ ও ভেরা ফ্রাঙ্কের ২৭ ছাড়া আর কেউই দুই অঙ্কে যেতে পারেননি। টাইগ্রেস বোলারদের হতে পান্না ঘোষ ২ টি উইকেট দখল করেন। ১ টি উইকেট নিয়েছেন জাহানারা, সালমা, ফাহিমা ও রুমানা।


পাপুয়া নিউগিনি নারী দল (স্কোয়াড): সিবোনা জিমি, কফি জন, ব্রেন্ডা টাউ, পাউকে সাইকা, তানয়া রুমা, কাইয়া আরুয়া, হেলেন বুরুকা, ভিকি আরা, রাভিনা ওয়া, নাতাশা আমবো, মায়ারি টম, ভেরু ফ্রাঙ্ক, নাওয়ানি ভে্রা, ইসাবেল টুয়া।


বাংলাদেশ নারী দল (স্কোয়াড): নিগার সুলতানা, ফারজানা হক, শামীম সুলতানা (উইকেটরক্ষক), সালমা খাতুন (অধিনায়ক), শারমিন সুলতানা, সঞ্জিদা ইসলাম, রুমানা আহমেদ, খাদীজা তুুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী, জাহানারা আলম।
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball