promotional_ad

হারারেতে শিরোপা জিততে মাঠে নামছে পাকিস্তান-অস্ট্রেলিয়া

promotional_ad

নিজেদের মাঠে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে নিইয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল  জিম্বাবুয়ে। কিন্তু স্বাগতিক দল হওয়া সত্ত্বেও একটি ম্যাচও জিততে পারেনি তারা।


চলমান এই সিরিজের ফাইনালে উঠেছে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তান এবং বর্তমান ওয়ানডে চ্যামপিয়ন অস্ট্রেলিয়া। হারারেতে রবিয়ার দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।


এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে দুই দলই। যার মধ্যে সমান ৩টি করে ম্যাচ জিতেছে তারা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছিল পাকিস্তানকে আর পঞ্চম ম্যাচে অজিদের হারিয়ে প্রতিশোধ নেয় সরফরাজ আহমেদের দল।



promotional_ad

এদিকে ফাইনালে পূর্ণশক্তির দল নিয়ে নামতে প্রস্তুত পাকিস্তান দল। একাদশে একটি পরিবর্তন আসতে পারে তাদের। উসমান খানের পরিবর্তে হাসান আলীর একাদশে জায়গা পাওয়া নিশ্চিত।


অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশেও আসতে পারে পরিবর্তন। তবে সেটা কি হবে এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে দলপতি অ্যারন ফিঞ্চ জানিয়েছেন ফাইনাল জিততে মরিয়া হয়ে আছে তার দল।


পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ ফখর জামান, হারিস সোহেল, হুসাইন তালাত শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক / উইকেটরক্ষক), আসিফ আলী, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী/উসমান খান, শাহিন আফ্রিদি



অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক), ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, নিক ম্যাডিনসন, মার্কাস স্টোনিস,অ্যাস্টন এগার, জ্যাক উইল্ডারমুথ, এন্ড্রু টাই, ঝােই রিচার্ডসন, বিলি স্ট্যানলকে



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball