ইনিংস হারে র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ

ছবি:

উইন্ডিজ সফরে একটি টেস্ট হারলেই টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে যাবে বাংলাদেশ। এই সমীকরণ মাথায় নিয়েই অ্যান্টিগা টেস্টে খেলতে নেমেছিল সাকিব আল হাসানের দল।
আর অ্যান্টিগা টেস্টে আড়াই দিনে হেরে গিয়েছে সাকিবরা। প্রথম টেস্টে ইনিংস এবং ২১৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।

যার ফলে র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। বাংলাদেশের সামনে সুযোগ ছিল র্যাঙ্কিংয়ে উন্নতি করার। কিন্তু এই হারে আট নম্বর পজিশন থেকে নয় নম্বরে নেমে যেতে হচ্ছে তাদের।
১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫ থেকে কমে গিয়ে দাঁড়িয়েছে ৬৯ রেটিং পয়েন্টে। আর এই জয়ে উইন্ডিজদের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৭২ থেকে ৭৫ রেটিং পয়েন্টে।
অন্যদিকে সিরিজের দ্বিতীয় টেস্টেও হারলে অর্থাৎ হোয়াইট ওয়াশ হলে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৬৬'তে এবং উইন্ডিজদের পয়েন্ট হবে ৭৪। আর ১-০ ব্যবধানে সিরিজ শেষ হলে ৬৯ রেটিং পয়েন্টই থাকবে সাকিবদের।