promotional_ad

সাদা পোষাকে টি-টুয়েন্টি ইনিংস খেলছেন সোহান

promotional_ad

লজ্জাজনক হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে উইন্ডিজদের থেকে ৩০১ রানে পিছিয়ে ছিল টাইগাররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৬২ রান।


এদিকে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। আর ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই সাজঘরে ফিরে গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৫ রান করে জেসন হোল্ডারের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন তিনি।


এরপর দলীয় ৮৮ রানে শ্যানন গেবরিয়েলের পঞ্চম শিকার হয়ে বিদায় নেন রাব্বি। তবে দলের বিপর্যয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। উইন্ডিজ বোলারদেরকে পাত্তাই দেননি তিনি।


দুর্দান্ত ব্যাট করে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।  সঙ্গে দলকে ১০০ রানের পুঁজিও এনে দেন তিনি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ১২৯ রান ৮ উইকেট হারিয়ে। ক্রিজে আছেন রবেল হোসেন ৪  এবং নুরুল হাসান সোহান ৬০ (৪৫) বল।


অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩৬৩ রানের লিড নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৩ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৪০৬ রানে অল আউট হয় তারা।



promotional_ad

দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। এছাড়াও শাই হোপের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬৭ রান। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী এবং মেহেদী হাসান মিরাজ নেন ৩টি।   


জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পরেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। 


দলীয় ১৪ রানে ওপেনার তামিম ইকবালকে বিদায় করেন পেসার শ্যানন গেবরিয়েল। একই ওভারে ০ রানে মমিনুল হককেও বোল্ড আউট করে সাজঘরে পাঠান তিনি। এরখানিক পর লিটন দাসকে ১ রানে বিদায় করেন অধিনায়ক জেসন হোল্ডার। 


উইকেটে থিতু হতে পারেননি মুশফিকুর রহিমও। গ্যাবরিয়েলের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন তিনি। তার ব্যাট থেকে আসে ৮ রান। খানিক পরই নিজের চতুর্থ উইকেট হিসেবে সাকিব আল হাসানকে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত পাঠান এই পেসার। 


৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে আরও বিপদে ফেলেন জেসন হোল্ডার। ২ রান করা মেহেদী হাসান মিরাজকে নিজের দ্বিতীয় শিকার হিসেবে বিদায় করেন তিনি। শেষ পর্যন্ত রিয়াদের অপ্রয়াজিত ১৫ রানের উপর ভর করে ৬ উইকেটে ৬২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। 



বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ-


ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball