বুমরাহর বদলে ওয়ানডে দলে আইপিএল মাতানো তারকা

ছবি:

টি২০ সিরিজের পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। প্রথমে তাকে শুধু টি২০ সিরিজ থেকে বাইরে রাখার চিন্তা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে চোট সেরে না ওঠায় ওয়ানডে দল থেকেও বাইরে চলে গেলেন তিনি। শুক্রবার বিসিসিআই এই ক্রিকেটারের বদলি ঘোষণা করেছে। ভারতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছেন আইপিএল মাতানো তারকা শার্দুল ঠাকুর।

আরেক ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও টি-২০ ও ওয়ান-ডে সিরিজ থেকে ছিটকে গেছেন। গোড়ালির চোটে মাঠের বাইরে রয়েছেন এই ক্রিকেটার। সুন্দরের বদলে টি২০ দলে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।
ওয়ানডে স্কোয়াডে তার বদলে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন মুমরাহ। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছিলেন তিনি।
ফলে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের বাইরে চলে যান এই পেসার। তার বদলে টি২০ দলে ডাকা হয় দীপক চাহারকে। বিসিসিআইয়ের বরাতে জানা গেছে গত ৪ জুলাই বুমরাহর সফল অস্ত্রোপচার হয়েছে লিডসে। দেশে ফিরে বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানেই পুনর্বাসন প্রক্রিয়া চলবে তার।