promotional_ad

জিম্বাবুয়েকে জয় শূন্য রাখলো অস্ট্রেলিয়া

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চলতি সিরিজে প্রথম দেখায় জিম্বাবুইয়ানদের ১০০ রানের ব্যবধানে হারিয়েছিল তারা।


এই ম্যাচের শুরুতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের মাঝারী পুঁজি পেয়েছিল জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।


মূলত ওপেনার সোলোমন মীরের ৬৩ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার মুরের ৩০ রানের ইনিংসে ভর করেই লড়াইয়ের পুঁজি গড়েছিল জিম্বাবুয়ে। স্বাগতিকদের রানটা বড় হতে দেননি অস্ট্রেলিয়ার বোলাররা।



promotional_ad

প্রায় প্রত্যেকেই এই ম্যাচে দারুণ বোলিং করেছেন। অ্যান্ড্রু টাই একাই দখল করেছেন ৩ টি উইকেট। ২ টি করে উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন ও বিলি স্ট্যানলেক। তাছাড়া একটি উইকেট ঝুলিতে নিয়েছেন জ্যাক ওয়াইল্ডারমুথ।


এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেডের ৪৮ ও গ্ল্যান ম্যাক্সওয়েলের ৫৬ রানে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। শেষ দিকে মার্কুস স্টইনিশ ১২ ও অ্যাস্টন অ্যাগার ৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।


জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ৩ টি উইকেট নিয়েছেন। ১ টি করে উইকেট দখল করেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ডোনাল্ড তিরিপানো। এদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।



চলতি এই ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি স্বাগতিক জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ৮ জুলাই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টি২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball