দ্বিতীয় ইনিংসেও বড় বিপদে বাংলাদেশ

ছবি:

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩৬৩ রানের লিড নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৩ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৪০৬ রানে অল আউট হয় স্বাগতিকরা।
দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। এছাড়াও শাই হোপের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬৭ রান। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী এবং মেহেদী হাসান মিরাজ নেন ৩টি।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পরেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা।

দলীয় ১৪ রানে ওপেনার তামিম ইকবালকে বিদায় করেন পেসার শ্যানন গেবরিয়েল। একই ওভারে ০ রানে মমিনুল হককেও বোল্ড আউট করে সাজঘরে পাঠান তিনি। এরখানিক পর লিটন দাসকে ১ রানে বিদায় করেন অধিনায়ক জেসন হোল্ডার।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।