উইন্ডিজ শিবিরে মিরাজের তৃতীয় আঘাত

ছবি:

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের চেয়ে ১৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় দিন তৃতীয় সেশনে এখন পর্যন্ত তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ৩৪১ রানে।
এর আগে প্রথম দিন বাংলাদেশকে মাত্র ৪৩ রানে অল আউট করে দেয়ার পর, ২ উইকেট হারিয়ে ২০১ রান করে প্রথম দিন শেষ করে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনে দেখে শুনেই শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট ও দেবেন্দ্র বিশু।
দিনের শুরুতেই দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ব্র্যাথওয়েট। ২২৪ বল খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এরপর দলীয় ২৪৬ রানে ১৯ রান করা বিশুকে বোল্ড করে সাজঘরে ফেরান পেসার কামরুল ইসলাম রাব্বি। তার হাত ধরে দ্বিতীয় দিনে উইকেটের দেখা পায় বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের দলীয় ২৫২ রানে লেগ গালিতে সেঞ্চুরিয়ান ব্র্যাথওয়েটের সহজ ক্যাচ হাতছাড়া করেন লিটন কুমার দাস। এরপর আরও দুটি ক্যাচের সুযোগ লুফে নিতে পারেনি মুশফিকুর রহীম ও নুরুল হাসান সোহান। ফলে বাংলাদেশের চেয়ে ২২৮ রানে এগিয়ে থেকে লাঞ্চ বিরতিতে যায় ক্যারিবিয়ানরা।
লাঞ্চ থেকে ফিরেই সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্র্যাথওয়েটকে মেহেদী হাসানের ক্যাচ বানিয়ে আউট করে বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। ব্র্যাথওয়েট ১২১ রান করে আউট হয়েছেন। এরপর পরই ২ রান করা রস্টন চেজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ।

এরপর শাই হোপের সাথে জুটি বাঁধার চেষ্টা করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডওরিচ। এই জুটিকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব। এই টাইগার অলরাউন্ডার ডওরিচকে সিলি পয়েন্টে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন।
সপ্তম উইকেটে ৫০ রানের জুটি গড়েন হোল্ডার ও হোপ। ৩৩ রান করা হোল্ডারকে শর্ট লেগে লিটনের ক্যাচ বানিয়ে এই জুটি ভেঙেছেন মিরাজ। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের পঞ্চাশ উইকেট শিকার করেন তিনি।
এরপর চা বিরতির পর বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন মিরাজ। কিমার রোচকে লেগ বিফরের ফাঁদে ফেলে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তিনি। ৩৩ রান করে বিদায় নেন রোচ। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত উইন্ডিজদেড় স্কোর ৮ উইকেটে ৩৯৪ রান।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।