promotional_ad

ইংলিশদের দুশ্চিন্তার নাম কুলদিপ জাদভ

promotional_ad

ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামার আগে দারুণ ফর্মে ছিল ইংলিশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগের সিরিজে তাদেরকে হোয়াইট ওয়াশ করেই এই সিরিজ সিরিজে মাঠে নেমেছিল তারা।


কিন্তু সফরকারী ভারতের বিপক্ষে গেল সিরিজের পারফর্মেন্স ধরে রাখতে পারেনি ইয়ন মরগানের দল। হার নিয়েই প্রথম টি-টুয়েন্টিতে মাঠ ছাড়তে হয়েছে তাদের।


ইনিংসের শুরুতে দুর্দান্ত সূচনা পেয়েও লেগ স্পিনার কুলদিপ জাদভের সামনে দাড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। চায়নাম্যান এই লেগ স্পিনারকে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তারা।



promotional_ad

এদিন টি-টুয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেন কুলদিপ। পাঁচ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। তাই সব মিলিয়ে কুলদিপকে নিয়েই চিন্তিত ইংলিশ শিবির।


পুরো সিরিজেই হুমকি হয়ে উঠতে পারেন কুলদিপ। এমনটাই মনে করেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন তিনি। মরগানের ভাষায়,


'সে দারুণ বোলিং করেছে আর খুব সুন্দরভাবে আমাদেরকে পরাস্ত করেছে। সে এর চেয়েও ভালো করতে পারে আমরা সেটা জানি। পরের ম্যাচের জন্য তার বিপক্ষে আমাদের আরও সতর্ক হতে হবে।



ক্রিজে টিকে থাকতে হবে আর তাকে উইকেট বিলিয়ে দেয়া যাবেনা। সঠিক পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে আমাদেরকে। তাকে ঠিক ভাবে খেলতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।'


উল্লেখ্য যে, ৬ তারিখ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। কার্ডিফে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball