promotional_ad

বাংলাদেশকে ব্যাটিং শেখালেন ক্যারিবান ওপেনাররা

promotional_ad

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের চেয়ে ৪৭ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।


চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় সেশনে ৮১ রান যোগ করেন দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট এবং ডেভন স্মিথ। স্মিথ ৪৮ এবং ব্রাথওয়েট ৪০ রানে অপরাজিত আছেন। 


এর আগে প্রথমে ব্যাট করে লজ্জায় ডুবেছে বাংলাদেশ দল। ক্যারিবিয়ান বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল।


টেস্টে যা বাংলাদেশের সর্বনিন্ম দলীয় স্কোর। টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির আগেই অবিশ্বাস্য বোলিং পারফর্মেন্সে বাংলাদেশকে লজ্জায় ডুবায় ওয়েস্ট ইন্ডিজ।


স্বাগতিকদের হয়ে কিমার রোচের পাঁচ উইকেটের পর কামিন্স তিনটি ও হোল্ডার দুটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে লিটন দাসের ব্যাট থেকে।



promotional_ad

এরপর ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় উইন্ডিজরা লাঞ্চে যাওয়ার আগে তাদের মোট রান ছিল ৯। লাঞ্চের পর ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দেখে শুনে খেলে লিড নেয় উইন্ডিজরা।


সেই সঙ্গে দলীয় ৫০ রানও পূরণ করে স্বাগতিকরা। তবে দলীয় ৬৫ রানের সময় বাংলাদেশকে প্রথম সুযোগটি এনে দেন পেসার কামরুল ইসলাম রাব্বি। কিন্তু ডেভিন স্মিথের ক্যাচটি উইকেটের পেছনে লুফে নিতে ব্যর্থ হন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। 


ব্যক্তিগত ৩৪ রানে জীবন পান ডেভন স্মিথ। এরপর আর কোন ভুল করেন নি ব্যাটসম্যানরা। বিনা উইকেটে ৯০ রান নিয়ে চা বিরতিতে গিয়েছে উইন্ডিজ দল। 


বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।



ওয়েস্ট ইন্ডিজ একাদশ-


ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball