promotional_ad

ওয়ালশের বন্দনায় টাইগারদের নতুন কোচ

promotional_ad

মাত্র কয়েক দিন আগেই বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিভ রোডস। আর টাইগারদের কোচ হিসেবে তাঁর প্রথম মিশন শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে।  


আজ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরুর আগে ধারাভাষ্যকারদের সাথে কথা বলেন টাইগারদের নবনিযুক্ত কোচ স্টিভ রোডস।


সেখানে এই ইংলিশ কোচ জানিয়েছেন টাইগারদের দায়িত্ব নিতে পেরে যথেষ্ট আপ্লুত তিনি। বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ায় অনেক দিনের স্বপ্ন তাঁর পূরণ হয়েছে বলেও উল্লেখ করেন রোডস। তিনি বলেছেন, 



promotional_ad

'যখন আমি খেলোয়াড় ছিলাম, আমি সর্বদা চাইতাম সর্বোচ্চ পর্যায়ে খেলতে। এখন কোচ হিসেবে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, এটি আমার একটি স্বপ্ন। নতুন কোচ, নতুন সাপোর্ট স্টাফ, নতুন কালচার রয়েছে এখানে।'


রোডস কথা বলেছেন বাংলাদেশ দলের সামর্থ্য প্রসঙ্গেও। তাঁর মতে দলটিতে এমন কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যারা যেকোনো সময়েই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। পাশাপাশি তিনি প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও। রোডস বলেন,


'এটি সিম বোলারদের জন্য অনেক বড় একটি সুযোগ নিজেদের প্রমাণ করার জন্য। আমাদের বেশ কিছু ভালো ব্যাটসম্যান এবং স্পিনার রয়েছে। কোর্টনি একজন লিজেন্ড। সে অনেক জনপ্রিয় একজন মানুষ, বোলাররা তাঁকে ভালোবাসে, আসলে পুরো স্কোয়াডই তাঁকে পছন্দ করে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball