টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

promotional_ad

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট দিয়েই ৯ মাস পর সাদা পোশাকে ফিরছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।


আর সাকিবের প্রত্যাবর্তনের এই ম্যাচে এরই মধ্যে টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার।


উল্লেখ্য ২০১৬ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর মাত্র ১টি প্রথম শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো অ্যান্টিগার এই স্টেডিয়ামটিতে। গত পাঁচ টেস্টেই এখানে প্রতিটি দল গড়ে ৪৫০ এর নীচে রান করেছে।


সুতরাং সবদিক বিবেচনা করে বলা যায় আজকের এই ম্যাচে অ্যান্টিগার উইকেট থেকে কিছুটা সহযোগিতা পেতে পারে ব্যাটসম্যানরা।


promotional_ad

এদিকে আবহাওয়ার পূর্ভাবাসে জানা গেছে অ্যান্টিগাতে টেস্টের প্রথম চার দিনই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, শেষ দিনে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বাংলাদেশের টেস্ট স্কোয়াড:


সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।


ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড:


জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জামার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শাই হোপ, কিরন পাওয়েল, কেমার রোচ এবং ডেভন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball