বোলার মিরাজের হাফসেঞ্চুরি কি আজই হবে?

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আজ অ্যান্টিগায় অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে বল হাতে মাত্র দুই উইকেট শিকার করতে পারলেই টেস্টে উইকেটের হাফসেঞ্চুরি তুলে নিতে সক্ষম হবেন মিরাজ।
শুধু তাই নয়, এরই সাথে দেশের ক্রিকেটে দ্রুততম বোলার হিসেবে এই ফরম্যাটে ৫০ উইকেট তুলে নেয়ার রেকর্ড গড়বেন ২০ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
আর এর মাধ্যমে তিনি নাম লেখাবেন সাবেক টাইগার স্পিনার মোহাম্মদ রফিকের পাশেও। এর আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে মাত্র ১৩ ম্যাচে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন রফিক ।

পরবর্তীতে দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারি হিসেবে নাম লেখান আরেক স্পিনার তাইজুল স্পিনার। এবার তাইজুলকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ থাকছে মিরাজের সামনে। এখন দেখার বিষয় এই সুযোগটি তিনি কতটা কাজে লাগাতে পারেন।
উল্লেখ্য ২০১৬ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো মেহেদী হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচে একাই ৭ উইকেট শিকার করেছিলেন তিনি। সেই থেকে এখন পর্যন্ত তার বোলিং কারিশমা অব্যাহত রয়েছে।
টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারি বোলারের তালিকা-
১। মোহাম্মদ রফিক- ১৩ ম্যাচে
২। তাইজুল ইসলাম- ১৪ ম্যাচে
৩। সাকিব আল হাসান- ১৫ ম্যাচে
৪। মাশরাফি বিন মর্তুজা- ১৯ ম্যাচে