সাকিব-তামিমদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি?

ছবি:

দীর্ঘ দিন অপেক্ষার পর কয়েকদিন আগেই টাইগারদের কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের স্টিভ রোডস।
চূড়ান্ত কোচ নিয়োগের পর এবার সাকিব-তামিমরা অপেক্ষায় আছেন এখন ব্যাটিং কোচের। তবে সেই প্রক্রিয়াও নাকি প্রায় সম্পন্ন করে এনেছে বিসিবি।
একটি সূত্র থেকে জানা গেছে দ্রুতই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে বোর্ড। আর সেই কোচ হিসেবে বোর্ডের প্রথম পছন্দ সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি।
জানা গেছে ম্যাকেঞ্জির সাথে নাকি এরই মধ্যে আলাপ আলোচনাও করে ফেলেছে বিসিবি। টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট চলাকালীন সময়েই যোগ দিতে পারেন তিনি বলে জানা গেছে।

যদিও এই সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কিছুই জানায়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সবই এখন শুধু সময়ের অপেক্ষা।
এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক লঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবিরা।
পরবর্তীতে এইচপি দলের কোচ সাইমন হেলমটও কিছুদিন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য এর আগে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে ৫৮টি টেস্টে ৩৭.৩৯ গড়ে ৩২৫৩ রান সংগ্রহ করেছিলেন নিল ম্যাকেঞ্জি। আর ৬৪ ওয়ানডেতে তাঁর সংগ্রহ ছিলো ১৬৮৮ রান।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই প্রোটিয়া তারকা ব্যাটসম্যান।