টাইগারদের ক্যারিবিয়ান সফরের পূর্ণাঙ্গ সূচি

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ক্যারিবিয়ান মিশন। আগামী মাসের ৪ তারিখেই প্রথম টেস্টের লড়াইয়ে নামবে টাইগাররা।
এরপর ১২ তারিখে দ্বিতীয় টেস্টের মাধ্যমে শেষ হবে সিরিজটি। এরপর ২২শে জুলাই গায়ানাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অংশ নিবে দুই দল। আর ২৮ তারিখ তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে ওয়ানডে সিরিজ।
পরবর্তীতে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ খেলবে সাকিব বাহিনী। আর এই সিরিজটি শুরু হবে ৩১শে জুলাই এবং শেষ হবে ৫ই অগাস্টে।
দেখে নিন বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি:
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরই মধ্যে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাকি ম্যাচগুলোর জন্য স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই : ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মুস্তাফিজুর রহমান।