সাব্বির, মোসাদ্দেকদের দায়িত্বে নাফিস ইকবাল

ছবি:

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে মুস্তাফিজুর রহমানের দোভাষী হিসেবে কাজ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
তামিম ইকবালের বড় ভাই এবার আরেকটি নতুন মিশন শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে। বাংলাদেশ 'এ' ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাফিস ইকবাল।
এরই মধ্যে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব বুঝেও নিয়েছেন তিনি। বর্তমানে 'এ' দলের সাথে কক্সবাজারে অবস্থান করছেন নাফিস। নতুন এই দায়িত্ব পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি পোষ্টের মাধ্যমে নিশ্চিত করেছেন নাফিজ নিজেই।
উল্লেখ্য আগামী ২৬শে জুন প্রথম চার দিনের ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে সাব্বির, মোসাদ্দেকরা। আর টাইগারদের বিপক্ষে সিরিজে অংশ নিতে শীঘ্রই বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ 'এ' দলের সূচি-
১। ২৬শে জুন থেকে ২৯শে জুন, ২০১৮--- প্রথম চার দিনের ম্যাচ (ভেন্যুঃ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
২। ৩রা জুলাই থেকে ৬ই জুলাই, ২০১৮--- দ্বিতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার)
৩। ১০ই জুলাই থেকে ১৩ই জুলাই, ২০১৮--- তৃতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)
৪। ১৭ই জুলাই, ২০১৮--- প্রথম একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)
৫। ১৯ই জুলাই, ২০১৮---দ্বিতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)
৬। ২২শে জুলাই, ২০১৮--- তৃতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)