টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা

ছবি:

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটির টাইটেল স্পন্সরের সত্ত্ব পেয়েছে দেশের প্রথম ডিজিটাল ওয়ালেট আইপে সিস্টেম লিমিটেড।
আর এরই মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের সাথে প্রথমবারের মতো যুক্ত হলো আইপে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আইপের প্রধান কার্যালয়ে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছেন আইপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল আহসান।
তাঁর সাথে উপস্থিত ছিলেন টোটাল স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইনুল হক চৌধুরীও। টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের টাইটেল স্পন্সর হিসেবে নাম লেখাতে পেরে বেশ উচ্ছসিত ছিলেন আইপের চেয়ারম্যান শহিদুল। বিদেশের মাটিতে আইপের মতো একটি দেশিয় প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে থাকছে এটি বেশ গর্বের ব্যাপার বলে আখ্যা দিয়েছেন তিনি। শহিদুল আহসান বলেন,

'বিদেশের মাটিতে আইপের মতো একটি দেশীয় প্রতিষ্ঠান এ দেশেরই খেলায় স্পন্সর করছে, যা গর্ব করার মতো। বিদেশের পেপ্যাল বা পেটিএমের মতো আমাদের আইপে অ্যাপটি দেশকে ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
কোম্পানিটির চেয়ারম্যান কথা বলেন ভবিষ্যতে আবারো আইপেকে স্পন্সর হিসেবে পাওয়া যাবে কিনা সে সম্পর্কেও। শহিদুল জানান শুধু ক্রিকেটেই নয়, আগামীতে আইপে দেশের অন্যান্য খেলাধুলাতেও স্পন্সর হিসেবে থাকবে। তাঁর ভাষ্যমতে,
'ভবিষ্যতে দেশের অন্যান্য খেলাধুলাতেও আইপে স্পন্সর করবে। ক্রিকেটই নয়, ফুটবল, হকিসহ অন্যান্য খেলা নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।'
এদিকে আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন জানান আগামীতেও ক্রিকেটের সাথে থাকবে আইপে। বাংলাদেশের মানুষও আগামীতে ক্রিকেটের পাশাপাশি আইপেকে গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাঁর বক্তব্য,
'আইপে বাংলাদেশের প্রথম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। এর আগে বাংলাদেশ এ ধরনের সার্ভিস দেখেনি। আমরা ডিজিটাল বাংলাদেশে বিশ্বাস করি। ক্রিকেটের সঙ্গে আইপের যে সম্বন্বয়টি আমরা আজকে করলাম, আশা করি এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ যেভাবে ক্রিকেটকে ভালোবাসে, আমরা আশা করি তারা আইপে-কেও একইভাবে তাদের জীবনে ব্যবহার করবে।'