promotional_ad

মিরপুরে ঘাম ঝরাচ্ছেন দুই টাইগার ক্রিকেটার

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের ঈদের ছুটি শেষ হবে ২০ তারিখ (বুধবার)। এদিন দলের প্রায় প্রত্যেক ক্রিকেটাররাই যোগ দিবেন অনুশীলনে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিবেন তারা। 


তবে ছুটি শেষ হওয়ার আগেই নিজেদের ফিট রাখার মিশনে নেমে পড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাইজুল ইসলাম।


মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম যখন পুরোপুরি ফাঁকা, কেউ নেই ধারে কাছে, তখন দেখা নিবিষ্ট চিত্তে জিম সেশন চালিয়ে যেতে দেখা গেছে রিয়াদ এবং তাইজুলকে।


জিমে বেশ খানিকক্ষণ ঘাম ঝরিয়েছেন তারা। শতভাগ ফিট থাকতে বেশ পরিশ্রম করছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার। 


promotional_ad

শুধু তাই নয়, ক্যারবিয়ানদের বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে অনেকটাই সিরিয়াস এখন তারা।  


অবশ্য শুধু তাইজুল কিংবা রিয়াদই নন, ঈদের ছুটি শেষ হওয়ার আগে ব্যাট বল হাতে মিরপুরে নেমে পড়তে দেখা গেছে টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকেও।


কোচ সালাউদ্দিনকে সাথে নিয়ে ঈদের পর দিনই বেশ অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন চালিয়ে যেতে দেখা গেছে খান সাহেবকে।


আফগানিস্তানের বিপক্ষে ধবল ধোলাইয়ের লজ্জা ভোলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো খেলার বিকল্প নেই টাইগারদের সামনে।


আর সেই কারণেই যে অনুশীলনে শতভাগ ঢেলে দিচ্ছেন দলের সিনিয়র ক্রিকেটাররা। লক্ষ্য একটাই, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয়।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball