আইফোন পুরষ্কার পাওয়া নিয়ে মুখ খুললেন ফাহিম

promotional_ad

এশিয়া কাপে নারী ক্রিকেট দলের অভূতপূর্ব সাফল্যের পুরষ্কার হিসেবে দলের প্রত্যেক ক্রিকেটারকে একটি করে আইফোন দিয়েছে দেশের টেলিকম কোম্পানি রবি। কোচ কিংবা কোচিং স্টাফদের জন্য এই পুরষ্কার প্রযোজ্য ছিলো না।


কিন্তু অবাক করা বিষয় হলো সোমবার কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিলো দলের কোচিং স্টাফদের থেকে শুরু করে সকলেই নাকি পুরস্কৃত করেছে রবি।


তবে এই তথ্যটি যে আদতে ভুল তা একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেছেন নারী দলের তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করা নাজমুল আবেদিন ফাহিম। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের ওয়ালে তিনি লিখেছেন,


'আমি একটি অনলাইন পোর্টাল থেকে জানতে পারলাম যে রবি নাকি নারী দলের প্রত্যেক সদস্যকে একটি করে আইফোন দিয়েছে। আমি বিষয়টি পরিষ্কার করতে চাই যে রবি শুধুমাত্র দলের ক্রিকেটারদের আইফোন পুরষ্কার দিয়েছে।'


promotional_ad

ক্রিকেটারদের সম্মানিত করার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্যও অনুরোধ করেছেন ফাহিম। এই বিষয়টি নিয়ে অভিজ্ঞ এই কোচ আরো লিখেছেন,


'পুরো দলটি ১৫ সদস্যের এবং সাথে ৬ জন কোচিং স্টাফও রয়েছে। আমরা চাইছি না যেন দলটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। ক্রিকেটারদেরকে সম্মানিত করার মধ্যে ভুল কিছু নেই। তবে এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা উচিৎ নয়।'


উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নাজমুল আবেদিন ফাহিম যথেষ্ট পরিচিত একটি নাম। একটা সময় বিকেএসপির প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তীতে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার পদে আসীন হন ফাহিম।


এরপর সেই ধারাবাহিকতাতেই নারী ক্রিকেট দলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পান অভিজ্ঞ এই কোচ। আর তাঁর অধীনেই যে সালমা, জাহানারারা ইতিহাস রচনা করেছে তা আর কারোই অজানা নয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball