মেয়েরাই ছেলেদের পথ দেখিয়ে দিলঃ পাপন

ছবি:

এশিয়া কাপ জিতে সোমবার দেশে ফিরেছে নারী ক্রিকেট দলের সদস্যরা। শক্তিশালী ভারতকে ফাইনালে হারানোর জন্য পুরস্কারও দেয়া হয়েছে তাদের।
দেশে ফিরেই নারী ক্রিকেটাররা চলে গিয়েছিলেন হোটেল সোনারগাঁও'তে। যেখানে চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা। সেখানে অবশ্য উপস্থিত ছিলেন পুরুষ ক্রিকেটাররাও।
আর সকলের মাঝেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নারী ক্রিকেটারদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আর শক্তিশালী ভারতকে হারানো টাইগ্রেসদের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
ছয় বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের হারানোর জন্য নারী ক্রিকেটারদেরকে শুভেচ্ছা জানান এই বোর্ড প্রধান। সেখানে উপস্থিত হয়ে নারী ক্রিকেটারদের প্রশংসা করার পাশাপাশি বোর্ড সভাপতি আরও জানান,

'এশিয়া কাপে ভারত ছয় বারের চ্যাম্পিয়ন আর বিশ্বকাপের রানার্স আপ। তারা যথেষ্ট শক্তিশালী দল, যদিও উপমহাদেশে নারীদের ক্রিকেট এতো বেশী শক্তিশালী না।
ইংল্যান্ড, অস্ট্রেলা, উইন্ডিজ এবং নিউজিল্যান্ড অনেক শক্তিশালী। ইন্ডিয়া একটু আলাদা, তারা এর পেছনে অনেক খেটেছে। ছয় বারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে কোন ম্যাচই হারেনি তারা। আর তাদেরকে আমরা দুবার হারিয়েছি। '
এদিকে ফাইনালে ১ বলে ২ রানের প্রয়োজন ছিল নারী দলের। সেখান থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে জান জাহানারা আলম। আর পাপন বিশ্বাস করেন নারীরাই বাংলাদেশের ১/২ রান বা শেষ বলে হেরে যাওয়ার খরা কাটিয়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। তিনি আরও জানান,
'ছেলেদের ক্রিকেট দেখেন, আমাদের মনে অনেক দুঃখ যে শেষ বলে গিয়ে অথবা শেষ মুহূর্তে আমরা হেরে যাচ্ছি। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে যে সেই ম্যাচে হারবো তা কোনদিন চিন্তাই করিনি। কিছুদিন আগে নিদাহাস ট্রফিতে ফাইনালে যে আমরা হেরে যাবো তা আমরা চিন্তা করিনি।
সর্বোশেষ আফগানিস্তানের সাথে শেষ ম্যাচে যে জিততে পারবোনা সেটাও ভাবিনি। ওই শটে ৬ না হোক ৪ হতে পারতো। আমরা কেন জানি লাস্ট বলে পারছিলাম না। এটা আমাদের বেলাই হচ্ছিল। আমাদের বিশ্বাস সেই দিন আর নেই। মেয়েরা আমাদের পথ দেখিয়ে দিয়েছে ইন শা আল্লাহ ছেলেরাও এখন সামনে অনেক ভালো করবে।'