বড় অংকের বোনাস পেলেন নারী ক্রিকেটাররা

ছবি:

মালয়েশিয়াতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে মালয়েশিয়ায় কিনরারা ওভাল ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
পুরুষরা দুইবার ফাইনালে গিয়েও যেখানে শিরোপা আনতে পারেনি সেখানে নারীরা একবারেই বাজিমাত করেছে। যেকারণে টাইগ্রেসদের উপর গর্বিত সকলেই।
আর মালয়েশিয়া থেকে সফল এশিয়া কাপের মিশন শেষে পরের দিন অর্থাৎ সোমবার দেশে ফিরেছেন সালমা-জাহানারাদের। ছয়বারের চ্যাম্পিয়নদের হারানো বাংলাদেশের ক্রিকেটাররা ইউএস বাংলা বিএস৩১৬ বিমানে করে বিকাল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশে আসেন।

দেশে ফিরেই সোজা চলে গিয়েছেন সোনারগাঁও হোটেলে। যেখানে বিসিবির সভা চলছিল। বেলা ৩টা থেকে শুরু হওয়া এই শভায় তারা পৌঁছান ঠিক সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে।
এদিকে আগেই শোনা গিয়েছিল দেশে ফিরেই তাড়া বোর্ডের কাছে সংবর্ধনা পাবেন। আর সেটাই হয়েছে। নারী ক্রিকেটারদেরকে ২ কোটি টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন নারী ক্রিকেটারদের এই সাফল্যের জন্য এই বোনাস ঘোষণা করেন।
বিস্তারিত আসছে...