দলে ফিরলেন স্টেইন-রাবাদা

ছবি:

আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিন আফ্রিকা। আর আসন্ন টেস্ট সিরিজটির জন্য দল ঘোষণা করেছে দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ড।
আর ইনজুরি কাটিয়ে আসন্ন সিরিজের জন্য দক্ষিন আফ্রিকা দলে ফিরেছেন পেসার ডেল স্টেইন। প্রায় ছয় মাস ধরে ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি।
এই সিরিজ দিয়েই দক্ষিন আফ্রিকার হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট নেয়ার রেকর্ডটি নিজের করে নিতে পারবেন স্টেইন। সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পলককে পেছনে ফেলতে আর ৩ উইকেট প্রয়োজন তার।

স্টেইনের পাশাপাশি আইপিএল শুরুর আগে ইনজুরিতে পরা পেসার কাগিসো রাবাদাও দলে ফিরেছেন। তার হিসেবে দলে আরও আছেন ভারনন ফিলান্দার এবং লুঙ্গি এনগিডি।
দলে আরও রয়েছেন তিন স্পিনার। কেশাভ মাহরাজ এবং তাবরেইজ শামসির পাশাপাশি ডাক পেয়েছেন লেগ স্পিনার শন ভন বার্গ।
এছাড়াও এবি ডি ভিলিয়ার্সের অবসরে দলে জায়গা ধরে রেখেছেন উইকেট রক্ষক রেনরিচ ক্লাসেন। তার সঙ্গে ব্যাকআপ হিসেবে আছেন থেইনাস ডি ব্রাউনও।
টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থেইনাস ডি ব্রাউন , ডিন এলগার, হেনরিচ ক্লাসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্কাম, লুঙ্গিসাইনি এনগিডি, ভারনন ফিলান্দার, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, ডেল স্টেইন, শন বন বার্গ।