promotional_ad

বাংলাদেশকেও পেছনে ফেললো স্কটল্যান্ড

promotional_ad

শনিবার রেকর্ড গড়েই ইংল্যান্ডকে লজ্জায় ডুবিয়েছে স্কটল্যান্ড। সিরিজের একমাত্র ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে জয় তুলে নেয়ার পাশাপাশি নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও গড়েছেন তারা।


এদিন ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৭১ রানের পুঁজি দার করায় স্কটিশরা। আর তাদের ছুঁড়ে দেয়া এতো বড় লক্ষ্য তারা করতে পারেনি ইংল্যান্ড দল। আর এই স্কোরের মধ্য দিয়ে তারা পেছনে ফেলেছে বাংলাদেশকেও।


এখন পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান ইংলিশদের। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ডটি গড়েন তারা। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে শ্রীলংকার নাম।


প্রায় ১০ বছর এই রেকর্ডটি নিজের করে রেখেছিল লঙ্কানরা। ২০০৬ সালে ডাচদের বিপক্ষে এই রেকর্ড গড়েন তারা। তিন নম্বরে আছে দক্ষিন আফ্রিকা।



promotional_ad

উইন্ডিজদের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির উপর ভর করে ২ উইকেটে ৪৩৯ রানের পুঁজি পায় তারা। ৪৩৪ রানের পুঁজি নিয়ে চার নম্বরে অবস্থান করছে অজিরা।


যদিও সেই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তাদের ৪৩৪ রানের জবাবে দক্ষিন আফ্রিকা ১ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। 


আর ৫ উইকেটে ৪১৮ রানের পুঁজি নিয়ে পঞ্চম স্থানে আছে টিম ইন্ডিয়া। এদিকে ওয়ানডেতে হাইয়েস্ট টোটালের দিক থেকে আমরা ১৬ দলের মধ্যে ১৪ তম। টাইগাদের সর্বোচ্চ স্কোর ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান।


সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড 



ইংল্যান্ড ৪৪৪/৩
শ্রীলংকা ৪৪৩/৯
দক্ষিণ আফ্রিকা ৪৩৯/২
অস্ট্রেলিয়া ৪৩৪/৪
ভারত ৪১৮/৫
নিউজিল্যান্ড ৩৯৮/৫
পাকিস্তান ৩৮৫/৭
উইন্ডিজ ৩৭২/২
স্কটল্যান্ড ৩৭১/৫
জিম্বাবুয়ে ৩৫১/৭
কেনিয়া ৩৪৭/৩
আফগানিস্তান ৩৩৮/১০
আয়ারল্যান্ড ৩৩১/৮
বাংলাদেশ ৩২৯/৬
নেদারল্যান্ডস ৩১৫/৮
কানাডা ৩১২/৪



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball