বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

ছবি:

বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ক্রিকেটারের। দেবব্রত পাল নামে এক ক্রিকেটার রবিবার অনুশীলনের সময় বাজ পড়ে পরলোক গমন করেন।
তিনি ভারতের দক্ষিণের বিবেকানন্দ পার্কে অনুশীলন করছিলেন। ১০ জুন, রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। দেবব্রত কলকাতা ক্রিকেট অ্যাকাডেমির একজন ক্রিকেটার ছিলেন। রবিবার সেই সময় কোচিং করছিলেন তিনি।
তখনি মাঠ এবং এর চারপাশে শুরু হয় বৃষ্টি। পরবর্তীতে বৃষ্টির কারণে কোচিং বন্ধ করে দেওয়া হয়। ক্রিকেটাররা মাঠ ছেড়ে ক্যাম্পে চলে যান।

ক্রিকেটাররা ক্যাম্পে চলে যাওয়ার পরই হুট করে চিৎকার শুনতে পান। এরপরই তারা সেখানে গিয়ে দেবব্রতের লাশ পরে থাকতে দেখেন।
কলকাতা ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষক মনোজ ভট্টাচার্য জানান, চিৎকারের শব্দ শুনে মাঠে গেলে দেখা যায়, দেবব্রত মাঠের মধ্যে পড়ে রয়েছে। দেবব্রতের বন্ধু রাহুল মণ্ডল বলেন,
‘ঘটনার সময় আমি দেবব্রতের পাশেই ছিলাম। সে সময় একটা বিকট শব্দ হলো। পাশে তাকিয়ে দেখি দেবব্রত মাঠের মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার পরই চিৎকার করে সবাইকে ডাকি।’
দেবব্রতের বাড়ি শ্রীরামপুরের ভট্টাচার্য লেনে। বিকম তৃতীয় বর্ষের ছাত্র তিনি। উঠতি ক্রিকেটার হিসেবে বেশ সুনাম ছিল ২১ বছরের দেবব্রতর। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তার বাবা দীপক কুমার পাল। তার পরিবারসহ পুরো এলাকায় পড়েছে শোকের ছায়া।