আরও দুঃসংবাদ দিলেন মুস্তাফিজ

ছবি:

আইপিএল থেকে চোট নিয়ে ফিরেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সেই চোটের কারণে সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজেও খেলা হয়নি তার।
আর সেই সিরিজে তার অভাব হারে হারে টের পেয়েছে সাকিব আল হাসানের দল। এবার আফগানিস্তান সিরিজের পর আসন্ন উইন্ডিজ সিরিজেও তাকে ছাড়া খেলতে হতে পারে বাংলাদেশকে।
তবে পুরো উইন্ডিজ সিরিজে নয়, শুধু মাত্র টেস্ট সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে এখনও অনিশ্চয়তা রয়েছে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়া চলছে মোস্তাফিজের।

চোট থেকে সেরে উঠতে রানিংই শুরু করবেন ১৭ বা ১৮ জুন অর্থাৎ ঈদের পর। রানিংয়ের পরই তার ইনজুরি নিয়ে পুরো ধারনা পাওয়া যাবে।
আর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ রওনা দেবে ২৩ জুন। সেখানে ৪ জুলাই ক্যারিবীয়দের বিপক্ষে শুরু প্রথম টেস্টে খেলবেন সাকিবরা। আর প্রথম টেস্টে তাকে একাদশের বাইরে রাখারই পরামর্শ বিসিবির ফিজিও কিংবা চিকিৎসকদের।
আর যেহেতু মোস্তাফিজকে নিয়ে অনিশ্চয়তা আছে, কাল বিকেলে তাঁকে ছাড়াই বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকেরা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রথম আলোকে বলেন,
‘সে চোট থেকে সেরে ওঠেনি, তাকে দলে রাখব কী করে! তাকে তো আগে ফিট হতে হবে, তার পর না হয় দলে রাখার বিষয়টি আসবে।’