সালমাদের জন্য অপেক্ষায় আছেন বোর্ড সভাপতি

ছবি:

মালয়েশিয়াতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে মালয়েশিয়ায় কিনরারা ওভাল ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
পুরুষরা দুইবার ফাইনালে গিয়েও যেখানে শিরোপা আনতে পারেনি সেখানে নারীরা একবারেই বাজিমাত করেছে। যেকারণে টাইগ্রেসদের উপর গর্বিত সকলেই।
আর মালয়েশিয়া থেকে সফল এশিয়া কাপের মিশন শেষে পরের দিন অর্থাৎ সোমবার দেশে ফেরার কথা রয়েছে সালমা-জাহানারাদের। আর শোনা গিয়েছে দেশে ফিরেই বোর্ডের কাছে সংবর্ধনা পাবেন তারা।

ছয়বারের চ্যাম্পিয়নদের হারানো বাংলাদেশের ক্রিকেটাররা ইউএস বাংলা বিএস৩১৬ বিমানে করে বিকাল ৫টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।
অবশ্য সেখানেই সংবর্ধনা পাচ্ছেননা চ্যাম্পিয়নরা। সোমবার বিকাল ৩টা থেকে বিসিবির সভা হবে সোনারগাঁও হোটেলের বলরুমে। সেখানেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালকরা সালমাদের জন্য অপেক্ষা করবেন।
সংবর্ধনা নিতে বাংলাদেশের ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সোজা সোনারগাঁও হোটেলে চলে যাবেন। এর আগে ভারতকে হারানোর দিন টাইগ্রেসদের জন্য কোন পুরস্কারের ঘোষণা দেয়নি বোর্ড।
তাদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেই আর্থিক পুরস্কারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বিসিবি সূত্র। একই সঙ্গে স্পন্সর কোম্পানি রবির কাছ থেকেও পুরস্কারের ঘোষণা আসতে পারে।