ফাইনালে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি:

প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের নারীরা। এই ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।
ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস দলপতি সালমা খাতুন। নারী এশিয়া কাপের এবারের আসরে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচেই শ??রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছিল তারা।
অবশ্য, এরপর টানা চার জয় তুলে নেন সালমা-রুমানারা। যেখানে তারা হারিয়েছেন পাকিস্তান, ভারতের মতো মেয়েদের ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তিকে। শনিবার লীগের শেষ ম্যাচ স্বাগতিক মালয়েশিয়াকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগ্রেসরা।

এর আগে পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারায় সালমা-জাহানারা। একই ব্যবধানে হারিয়েছে গত আসরের ফাইনালিস্ট ভারতকেও। তারপর, থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।
এদিকে, পাঁচ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। টানা সপ্তমবারের মতো নারী এশিয়া কাপের ফাইনাল খেলছে তারা।
বাংলাদেশের স্কোয়াডঃ সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রাণী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম ও শামিমা সুলতানা।