ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন দুই টাইগার ক্রিকেটার

ছবি:

দেরাদুনে শুধু হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরেনি বাংলাদেশ দল। সঙ্গে নিয়ে এসেছে ইনজুরি সমস্যাও। আফগানদের বিপক্ষে সিরিজ শেষে শুক্রবার দেশে ফিরেছে সাকিবরা।
দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি কেউই। সবাই নিজ নিজ মত চলে গিয়েছেন আগেই। যেকারণে ক্রিকেটারদের এই ইনজুরি সমস্যার ব্যাপারে জানতে বিলম্ব হয়েছে।
রবিবার মানবজমিনের এক প্রতিবেদন থেকে জানা গেল, দেরাদুন থেকে দুই টাইগার ক্রিকেটার ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন। এরা হলেন তামিম ইকবাল এবং আবুল হাসান রাজু।
রাজুর গোড়ালির চোট একটু গুরুতর হলেও তামিমের হাঁটুর ইনজুরি তেমন বড় নয় বলেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন,

‘দেরাদুন থেকে শুক্রবারই ফিরেছে দল। যতটা জানি কিছুটা ইনজুরি নিয়ে ফিরেছে তামিম ইকবাল ও আবুল হাসান রাজু। তবে তামিম হাঁটুতে ব্যথা পেয়েছে জানি।
যেটা খুব বড় কোনো সমস্যা নয়। আর রাজুকে এমআরআই করাতে বলা হয়েছে। এরপরই জানতে পারবো কি সমস্যা আছে।’
এদিকে আগেও গোড়ালির চোটে পরেছিলেন রাজু। যেকারণে তাকে এর আগে অপারেশন করাতে হয়েছিল। ঠিক সেখানেই আবারো ব্যথা অনুভব করছেন তিনি। ইনজুরি নিয়ে রাজু বলেন,
‘আমার গোড়ালিতে আবারো ব্যথা শুরু হয়েছে। এটি আগেও ছিল। জানেন তো এখানেই আগে অপারেশন হয়েছিল। আমি প্রথম ম্যাচে খেলার পরই ব্যথা অনুভব করি।
দেশে এসে ফিজিও ও চিকিৎসকদের জানিয়েছি। কাল (আজ) আমাকে এমআরআই করাতে বলা হয়েছে। দেখি রিপোর্ট আসলে বলতে পারবো কি অবস্থা।’