নিদাহাসের দল নিয়েই আফগান মিশনে যাচ্ছে টাইগাররা?

ছবি:

গত নিদাহাস ট্রফির আসরে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক লঙ্কানদের সেমিফাইনালে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলো টাইগাররা।
সুতরাং আসন্ন আফগানিস্তান সিরিজেও নিদাহাসের সেই দলটিই খেলানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরের কথাও মাথায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি। নান্নু বলেছেন,
'যে দলটি নিদাহাস ট্রফিতে গিয়েছিলো তার কাছাকাছিই হবে আফগানিস্তানের বিপক্ষে দলটি। যেহেতু আমাদের এরপরে একটি লম্বা সফর আছে- দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি আছে। সুতরাং সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।'

আগামী ২১ তারিখ থেকে টাইগারদের স্কিল ট্রেনিং শুরু হবে বলেও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। আর দেরাদুনের উদ্দেশ্যে ২৯ তারিখেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই প্রসঙ্গে নান্নু বলছিলেন, 'দলের স্কিল ট্রেনিং শুরু হবে ২১ তারিখ থেকে। এরপর ২৯ তারিখে দেরাদুন যাত্রা করবো আমরা।'
টাইগারদের আফগানিস্তান সিরিজের সূচি-
১। প্রথম টি টোয়েন্টি- ৩রা জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)
২। দ্বিতীয় টি টোয়েন্টি- ৫ই জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)
৩। তৃতীয় টি টোয়েন্টি- ৭ই জুন, দেরাদুন (রাত সাড়ে আটটা)