promotional_ad

লড়াই করেই হারলো আয়ারল্যান্ড

promotional_ad

অভিষেক টেস্ট জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারলো না আয়ারল্যান্ড। ডাবলিন টেস্টে সফরকারি পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরেছে তারা। তবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। 


আগের দিন সাত উইকেট হারিয়ে ৩১৯ রান করেছিলো আইরিশরা। তবে পঞ্চম দিনে ব্যাটিংয়ে আর আলো ছড়াতে পারেনি দলটি। আগের দিনের ১১৮ রানেই থামতে হয় আইরিশ টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান কেভিন ও'ব্রায়ানকে।


মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফিরে যান তিনি। পঞ্চম দিনের বাকী দুইটি উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানে থামিয়ে দেন আব্বাস। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান।



promotional_ad

তবে পঞ্চম দিনে দারুণ শুরু এনে দেন আইরিশ বোলাররা। দলীয় ১৪ রানের মধ্যেই পাকিস্তানের তিনটি উইকেটের পতন হয়। মুরতাগের বলে ফিরে যান ওপেনার আজহার আলী (২)।


ব্যক্তিগত সাত রানে র‍্যাঙ্কিনের শিকারে পরিণত হন হারিস সোহেল। এক রান করে মুরতাগের বলে বোল্ড হয়ে ফিরে যান আসাদ শফিকও। অপরপ্রান্তে তখনও ছিলেন ইনজামামের ভাতিজা ইমাম উল হক। 


তিন উইকেট পরার পরে দারুণ এক জুটি গড়েন বাবর আজমের সাথে। বাবর আজম ৫৯ রানে ফিরে গেলেও আঁটটি চারে ৭৪* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টেস্ট অভিষিক্ত ইমাম। তবে ১৬০ রানের লক্ষ্যে পৌঁছাতে পাঁচটি উইকেট হারাতে হয় পাকিস্তানকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball