লড়াই করেই হারলো আয়ারল্যান্ড

ছবি:

অভিষেক টেস্ট জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারলো না আয়ারল্যান্ড। ডাবলিন টেস্টে সফরকারি পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরেছে তারা। তবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি।
আগের দিন সাত উইকেট হারিয়ে ৩১৯ রান করেছিলো আইরিশরা। তবে পঞ্চম দিনে ব্যাটিংয়ে আর আলো ছড়াতে পারেনি দলটি। আগের দিনের ১১৮ রানেই থামতে হয় আইরিশ টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান কেভিন ও'ব্রায়ানকে।
মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফিরে যান তিনি। পঞ্চম দিনের বাকী দুইটি উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে ৩৩৯ রানে থামিয়ে দেন আব্বাস। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান।

তবে পঞ্চম দিনে দারুণ শুরু এনে দেন আইরিশ বোলাররা। দলীয় ১৪ রানের মধ্যেই পাকিস্তানের তিনটি উইকেটের পতন হয়। মুরতাগের বলে ফিরে যান ওপেনার আজহার আলী (২)।
ব্যক্তিগত সাত রানে র্যাঙ্কিনের শিকারে পরিণত হন হারিস সোহেল। এক রান করে মুরতাগের বলে বোল্ড হয়ে ফিরে যান আসাদ শফিকও। অপরপ্রান্তে তখনও ছিলেন ইনজামামের ভাতিজা ইমাম উল হক।
তিন উইকেট পরার পরে দারুণ এক জুটি গড়েন বাবর আজমের সাথে। বাবর আজম ৫৯ রানে ফিরে গেলেও আঁটটি চারে ৭৪* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টেস্ট অভিষিক্ত ইমাম। তবে ১৬০ রানের লক্ষ্যে পৌঁছাতে পাঁচটি উইকেট হারাতে হয় পাকিস্তানকে।